রাজশাহীর চারঘাট মডেলথানা পুলিশ কর্তৃক ৬২কেজি গাঁজা-সহ গ্রেফতার: ১


editor প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৪, ৮:০১ অপরাহ্ণ /
রাজশাহীর চারঘাট মডেলথানা পুলিশ কর্তৃক ৬২কেজি গাঁজা-সহ গ্রেফতার: ১

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী জেলার চারঘাটথানাধীন বাসুদেবপুর গ্রাম হতে ভোর ০৪:২০ টায় একজন মাদক ব্যাবসায়ীকে ৬২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার চারঘাট মডেলথানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ ফারুক হোসেন (৩২)।সে রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাসুদেবপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের পুত্র।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ কামরুজ্জামান ও ফোর্স-সহ আজ ১১ ডিসেম্বর রাত ০৩.১৫ টায় চারঘাট মডেল থানাধীন নন্দন গাছি বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, চারঘাটের নিমপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামস্থ জনৈক মোঃ ফারুক হোসেন এর বাড়ির মধ্যে অবৈধ গাঁজার গাছ উৎপাদন, চাষাবাদ ও পরিচর্যা করছে।এমন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ কামরুজ্জামান ওফোর্স-সহ আজ ১১ ডিসেম্বর ভোর ০৪:২০ টায় অভিযান পরিচালনা করে অবৈধ ২ টি কাঁচা তাজা বড় গাঁজার গাছমুলকান্ড ডালপালাসহ ৬২ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা-সহ মোঃ ফারুক হোসেন’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ ফারুক হোসেনের বিরুদ্ধে গাঁজা উদ্ধারের এঘটনায় রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।