আফগানিস্তানে মন্ত্রণালয়ের ভেতর বোমা বিস্ফোরণে মন্ত্রী নিহত


editor প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৪, ৯:০৮ অপরাহ্ণ /
আফগানিস্তানে মন্ত্রণালয়ের ভেতর বোমা বিস্ফোরণে মন্ত্রী নিহত

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে দেশটির শরণার্থী-বিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি নিহত হয়েছেন। এতে প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১১ ডিসেম্বর) কাবুলে মন্ত্রণালয়ের কার্যালয়ে বিস্ফোরণে মন্ত্রী নিহত হন।

তিন বছর আগে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা এটি। বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে শরণার্থী মন্ত্রণালয়ে একটি বিস্ফোরণ ঘটেছে। মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি ও তার কয়েকজন সহকর্মী শহীদ হয়েছেন।

খলিল উর-রহমান হাক্কানি ‘হাক্কানি নেটওয়ার্ক’র প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানির ভাই ছিলেন। খলিল হাক্কানি ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা। তিনিও তালেবানের একটি শক্তিশালী নেটওয়ার্কের নেতৃত্ব দেন।-ইত্তেফাক