মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শাহ আলম মিয়া। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে নতুন এ কর্মস্থলে যোগদান করেন তিনি।
এ সময় নবাগত ইউএনওকে বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা। তাঁকে বরণের সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নবাগত ইউএনও শাহ আলম মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। এর আগে নেত্রকোণা জেলার মদন উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার নতুন কর্মস্থল নওগাঁর মান্দা উপজেলায় তিনি যোগদান করেন। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন তিনি।
আপনার মতামত লিখুন :