অনলাইন ডেস্ক : গাজীপুরে টঙ্গীতে ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৪ অক্টোবর) রাত দশটার দিকে টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই তরুণীর নাম রিমা আক্তার (২০)। রিমা কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন। তার বাবার নাম জহির আহমেদ।
তাকে আটকের পর তার দেহ তল্লাশি করে ১ হাজার ৬০০ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকালে আদালতে পাঠানো হয়।
মঙ্গলবার বিকেল চারটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসাইন।
গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার রাতে টঙ্গীর আউচপাড়া এলাকার জনৈক মোরশেদুর রহমান মিলনের বাড়িতে মাদকদ্রব্য বেচাকেনা খবর পায় গোয়েন্দা পুলিশ। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে রিমা আক্তারকে আটক করে। এ সময় তার কাছে থাকা ইয়াবা জব্দ করা হয়েছে।
রিমা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিনব কৌশলে ইয়াবা নিয়ে টঙ্গীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছে।
মাদক কারবারের সঙ্গে জড়িত থাকায় রিমার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য আইনের দায়ের করা মামলা রয়েছে। মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে রিমাকে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :