স্টাফ রিপোর্টার: রাজশাহীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ১২টি অস্ত্র ১৬৬ টি গুলি উদ্ধার করেছেন আনসার ও ভিডিপি। ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশত্যাগের পর সারা দেশের মতো রাজশাহীর বিভিন্ন থানা ও মেট্রোপলিটনে হামলা, ভাংচুর ও অস্ত্রলুট হয়।
আনসার জেলা অফিস সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করেন। রাজশাহী জেলা আনসার ও ভিডিপি অফিসের তত্ত্বাবধানে ১২ টি অস্র, ১৬৬ টি গুলি, ১ টি টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড, চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
রাজশাহী জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম বলেন, হামলাও ভাঙচুরের পর থেকে পুলিশ শূন্য সকল থানা, মেট্রোপলিটন, পুলিশ লাইন্সের নিরাপত্তায় নিয়োজিত হয় আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি সদস্যরা। তারা বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেন। এসব অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে রাজশাহী পুলিশ লাইন্সে জমা দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :