পদ্মার চর থেকে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


editor প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ /
পদ্মার চর থেকে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) সিপিএসসি,রাজশাহীর একটি অপারেশন দল মুক্রবার (৬ জুলাই) সকাল সোয়া ৬টায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর আলাতুলী ইউনিয়নের কলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত আসামী মুকুল (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর আলাতুলী ইউনিয়নের কলিমপাড়ার মোসলেম মিয়ার ছেলে। এ সময় আসামীর কাছ থেকে হেরোইন ছাড়াও মোবাইল ফোন ১টি, সিম কার্ড ১ টি ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃত আসামী পেশায় মাছ শিকার করে। পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বসতবাড়ী দুর্গম এলাকায় হওয়ায় সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিত। সে দীর্ঘদিন যাবত মাছ শিকারের আড়ালে অবৈধ মাদকদ্রব্য হিরোইন ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল। তাছাড়া সে নিজেও হিরোইনসহ বিভিন্ন প্রকার মাদক সেবন করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।