গোদাগাড়ীতে গরম রড দিয়ে রিকশাওয়ালাকে রাতভর নির্যাতন


editor প্রকাশের সময় : জুন ২৫, ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ণ /
গোদাগাড়ীতে গরম রড দিয়ে রিকশাওয়ালাকে রাতভর নির্যাতন

স্টাফ রিপোর্টার : রড গরম করে রাতভর সুজন নামের এক রিকশাওয়ালার ওপর নির্যাতন করা হয়েছে। রিকশা ভাড়া করবে বলে দুর্বৃত্তরা ডেকে নিয়ে গিয়ে এই অমানবিক নির্যাতন করে বলে জানা গেছে। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ সূত্র জানায়, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২২ জুন) রাত সাড়ে ১১টায় গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর গ্রামে এমন ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার ওই যুবক মৃত শাহাজাহান আলীর ছেলে নাম মো. সুজন (২৪)।

রিকশা চালক সুজন জানান, ওই রাতে রবিউল ইসলাম নামে এক ব্যাক্তি রিকশা ভাড়ার নেওয়ার জন্য আমাকে তার বসত বাড়ীতে ডাকে। আমি তার বাড়িতে গেলে দলবদ্ধ হয়ে তার বাড়ীর শোবার ঘরের ভিতর আমাকে আটক করে। হাতে থাকা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। প্রায় ৫ থেকে ৭জন ব্যাক্তি মাটিতে শোয়ায়ে আমার হাত-পা চেপে ধরে থাকে। হাতে থাকা লোহার রড আগুনে গরম করে হত্যার উদ্দেশ্যে আমার পিঠে একাধিক স্থানে ছেঁকা দিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে।

স্থানীয় বাসিন্দা মো. বাবু বলেন, রিকশা চালক সুজনকে পশুর মত নির্যাতন করা হয়েছে। এভাবে মানুষ মানুষকে মারতে পারে? তার শরীরে যে আঘাতের চিহ্ন রয়েছে তা দেখে সবাই চমকে উঠবে। যারা এভাবে তাঁকে নির্যাতন করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। আমরা এর বিচার চাই।

এ ঘটনায় নির্যাতিত সুজনের বড় ভাই মো. জামিল হোসেন গোদাগাড়ী মডেল থানায় ৫ জন সহ অঙ্গাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন মাদারপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম রিহন (২২), রবিউল ইসলাম (৫০) নামের একজন, রবিউল ইসলামের ছেলে বাবু (২৫), রবিউল ইসলামের স্ত্রী পারভীন (৪৫), দবিরের স্ত্রী মরিয়ম (৩০)।

এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মতিন জানান, রিকশা চলক সুজনকে নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।