এমপি শফিকুর রহমান বাদশার ঈদ শুভেচ্ছা বিনিময়


editor প্রকাশের সময় : জুন ১৯, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ /
এমপি শফিকুর রহমান বাদশার ঈদ শুভেচ্ছা বিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
গত সোমবার সকাল সাড়ে ৭ টায় রাজশাহী মহানগর জজ কোর্ট ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় রাজশাহী মহানগরবাসী ও দেশবাসীসহ বিশ্ব মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।
এদিকে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সর্ব স্তরের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা। মহানগরীর কুমারপাড়াস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।