সংবাদ বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল আযহায় রাজশাহীর সংবাদপত্রগুলোতে ছুটি থাকবে চার দিন। আগামী শনিবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত স্থানীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা ঈদের ছুটি ভোগ করবেন। রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে গঠিত সংগঠন ‘রাজশাহী এডিটরস ফোরাম’ এই সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার সকালে দৈনিক রাজশাহী সংবাদ অফিসে এডিটরস ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়। এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী সভায় সভাপতিত্ব করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ি রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে আগামী ১৫ জুন শনিবার থেকে ঈদের ছুটি শুরু হবে। ছুটি চলবে ১৮ জুন মঙ্গলবার পর্যন্ত। অর্থাৎ ১৬ জুন রোববার থেকে ১৯ জুন বুধবার পর্যন্ত স্থানীয় সংবাদপত্রগুলো প্রকাশিত হবে না। তবে, এই সময়ে নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন বিভাগ চালু থাকবে।
আপনার মতামত লিখুন :