আ’লীগ নেতা এ্যাড. জাহিরুলের মৃত্যুতে এমপি বাদশার শোক


editor প্রকাশের সময় : জুন ৭, ২০২৪, ১১:৫৯ অপরাহ্ণ /
আ’লীগ নেতা এ্যাড. জাহিরুলের মৃত্যুতে এমপি বাদশার শোক

সংবাদ বিজ্ঞপ্তি : মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড মো. জাহিরুল ইসলাম প্রামাণিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা।
শুক্রবার (৭ জুন) এক শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সংসদ সদস্য।
উল্লেখ্য, মো. জাহিরুল ইসলাম প্রামাণিক ১৯৮৭-৮৮ সালে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গত ৬ জুন বৃহস্পতিবার ভোর ৫ টার সময় নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার জানাযার নামাজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় সময় মোহনপুর সইপাড়া ইসলামি একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।