বাঙালির নব জাগরণের কবি কাজী নজরুল: এমপি বাদশা


editor প্রকাশের সময় : মে ২৫, ২০২৪, ৯:৫৯ অপরাহ্ণ /
বাঙালির নব জাগরণের কবি কাজী নজরুল: এমপি বাদশা

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান বাদশা বলেন, কবি কাজী নজরুর ইসলাম মানবতার কবি। বাঙালির নব জাগরণের কবি। অসাম্প্রদায়িক ও বিশ্ব মানবতার কবি। তার লেখনি মানুষকে সব সময় জাগ্রত করেছে। তার গানগুলো এখনো মানুষের হৃদয়কে আলোড়িত করে। সাংস্কৃতি একটি প্রবাহমান বিষয়। সেই প্রবাহমান ধারায় নজরুল যুগ যুগ জীবিত থাকবে।

শনিবার (২৫ মে) সন্ধ্যায় নগরীর লালনশাহ মুক্ত মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তীর আলোচনা, আবৃত্তি ও সংগীত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোট এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে রাজশাহী সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সভাপতি কল্পনা সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজশাহী থিয়েটারের নেতা কামারুল্লাহ সরকার কামাল, মহিলা পরিষদের রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, রাজশাহী খেলা ঘরের সহ-সভাপতি আফতাব হোসেন কাজল, জোটের প্রচার সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ।