উপজেলা নির্বাচন বর্জনে বাগমারা বিএনপির প্রচারপত্র বিলি


editor প্রকাশের সময় : মে ১৪, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ /
উপজেলা নির্বাচন বর্জনে বাগমারা বিএনপির প্রচারপত্র বিলি

হেলাল উদ্দীন,বাগমারা : আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজশাহীর বাগমারায় বিএনপির পক্ষে প্রচারপত্র বিলি করা হয়েছে। দ্বিতীয় ধাপে আগামী ২১ মে বাগমারা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় বিএনপির পক্ষে এই প্রচারপত্র বিলি করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান ও সদস্য সচিব কামাল হোসেনের নেতৃত্বে ভবানীগঞ্জ, তাহেরপুর, হাটগাঙ্গোপাড়া, মচমইলসহ গুরুত্বপূর্ণ স্থানে এসব প্রচারপত্র বিলি করা হয়।
তাঁরা এই নির্বাচনকে সরকারের সাজানো উল্লেখ করে ভোট প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানান। এই নির্বাচনে জনগণের কোনো অংশ গ্রহণ থাকবে না বলে উল্লেখ করা হয়।
এসময় তাঁদের সঙ্গে ছিলেন বিএনপির নেতা আবদুল গাফ্ফার, আলাউদ্দিন, সাইফুল ইসলাম, মোবারক হোসেন প্রমুখ।