মোহাঃ আসলাম আলী স্টাফ রিপোর্টার: আগামী ৫ জুন রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে প্রার্থীদের এবার অনলাইনের মাধ্যমে মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দানের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মে’। ইতোমধ্যে ৩ জন চেয়ারম্যান ও ৪ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জনসংযোগ ও প্রচারনা করতে দেখা গেছে।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য জনসংযোগ ও প্রচার প্রচারনা করতে দেখা গেছে,বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড: লায়েব উদ্দিন লাভলু। তিনি এবারও চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে জনসংযোগ ও প্রচার প্রচারনা করে যাচ্ছেন। তিনি তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। তাঁকে সমর্থন জানিয়েছেন,জেলা আ’লীগের সদস্য ও বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী,পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ-সহ আ’লীগ ও অঙ্গসংগঠনের একাংশের বড় একটি অংশ। এ্যাড: লায়েব উদ্দিন লাভলু সাথে এবার যারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন,রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রোকনুজ্জামান (রিন্টু) ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক বাঘা পৌর প্যানেল মেয়র এক (১) শাহিনুর রহমান পিন্টু।
এই তিন প্রার্থীর মধ্যে রোকনুজ্জামান রিন্টুর পক্ষে ইউনিয়ন ভিত্তিক একের পর এক বর্ধিত সভা করে দলীয় নেতাকর্মীদের ভোটের মাঠে প্রচারনায় নামার জন্য আহবান জানাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ও অধ্যক্ষ নছিম উদ্দিন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এখানে চেয়ারম্যান পদে অপর এক প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু। তিনি তাঁর লোকজন নিয়ে প্রতিনিয়ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। শাহিনুর রহমান পিন্টুর বলেন,উপজেলা আওয়ামীলীগ দাবি করে যারা রোকনুজ্জামান রিন্টুকে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করেছেন তারা তৃণমূল আ’লীগের মতামত উপেক্ষা করে একই দিনে ভাইস চেয়ারম্যান পদেও একজন নারী এবং একজন পুরুষকে প্যানেল হিসাবে পরিচয় করিয়ে ফেসবুকে তিন প্রার্থীর ছবি ভাইরাল করেছে। এটা এবারের নির্বাচনের জন্য আইন পরিপন্থী। এ কারনে আমি প্রার্থী হয়েছি।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান ( পুরুষ) পদে প্রচারনায় রয়েছেন,বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস সরকার, যুলীগ সাবেক বাঘা উপজেলা সভাপতি কামরুজ্জামান নিপ্পন। এছাড়া সংরক্ষিত নারী ভাইচ চেয়ারম্যান পদে ফাতেমা খাতুন লতা ও সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারহানা দিল আফরোজ রুমী।
আপনার মতামত লিখুন :