অনলাইন ডেস্ক : নাটোরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয়রা জানান, মশিন্দা চরপাড়া এলাকায় তিন ফসলি জমিতে অবৈধভাবে একটি পুকুর খনন চলছিল। সেই পুকুর কেটে মাটি বহন করার ফলে পাশের বামনকোলা গ্রামের রাস্তায় মাটি পড়ে অনেক ধুলার সৃষ্টি হয়। এতে গ্রামবাসী চরম ভোগান্তিতে পড়েন। ভোগান্তি দূর করতে ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলামসহ কয়েকজন ধুলা থেকে রক্ষা পেতে রাস্তাটিতে পানি দিয়ে ভিজিয়ে দিতে থাকেন।
এতে রাস্তা পিচ্ছিল হওয়ায় অভিযোগ এনে পুকুর খননকারী হাফিজুল দলবলসহ গিয়ে এসে তাদের পানি দিতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নজরুলের ওপর হামলা চালান তারা। এরই একপর্যায়ে গ্রামবাসী প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে লাঠিসোঁটার আঘাতে চার নারীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।
গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের মিটিংয়ের জন্য ঢাকায় ছিলাম। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার এবং সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপারকে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।
আপনার মতামত লিখুন :