রাজশাহীতে ভুয়া কাজী খাইরুল গ্রেপ্তার


editor প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৪, ৪:২৩ অপরাহ্ণ /
রাজশাহীতে ভুয়া কাজী খাইরুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে সেই ভুয়া কাজী মোঃ খাইরুল ইসলাম গ্রেফতার। রাজশাহীর বিভিন্ন শহরে আসল কাজী সেজে বিয়ে/নিকাহনামা দৌরাত্মা দীর্ঘদিনের। এনিয়ে ইতিপূর্বে বিভিন্ন পত্রিকায় শতাধীক সংবাদ প্রকাশিত হয়েছে। আজ(১৬এপ্রিল)রাত ৮টার সময় মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় বিয়ে পড়ানোর সময় হাতেনাতে ধরে সাংবাদিকরা। এসময় বিয়ের আসর থেকে ভুয়া কাজীর বিয়ের ভুয়া কাগজ পত্র উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন গণমাধ্যম কর্মীরা।

বিদায়ী জেলা রেজিস্ট্রার মোঃ মতিউর রহমান জানিয়ে ছিলেন, বিয়ের আসরে লাইসেন্সকৃত কাজীকে নিজ এলাকায় বিয়ে রেজিস্ট্রী করবে। তবে অন্য এলাকার কাজী এসে বিবাহ রেজিস্ট্রী করতে পারবেনা। কাজী একাধীক ভলিয়ম বহি ব্যবহার করতে পারবে না। বাস্তবে আইন মানে না অধিকাংশই কাজী।

গত ১৪ এপ্রিল ২০২৪ রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার বাসিন্দা ভুয়া কাজী মোঃ খাইরুল ইসলাম মোঃ মোকাদ্দিম হোসেন (শাওন) কাজীর স্বাক্ষর জাল করে ৬০০ টাকা নিয়ে ফরিদা পারভীন শিলা নামের এক বিয়ের কণ্যাকে ভুয়া কাবিননামা দিয়েছেন। ফলে ওই নারী প্রতারণার শিকার হয়েছেন।

জানা যায় গত (১২ অক্টোম্বর)২০১৭ তারিখে রাসিক ১৮নং ওয়ার্ড পবাপাড়া গ্রামে ‘বর’ মোঃ আবুল বাসেদ রানা ও ‘কণ্যা’ ফরিদা পারভীন শিলা ১,৫০,০০০/-টাকা দেনমোহর ধার্য্যরে বিবাহ রেজিস্ট্রী করেছিলেন আজ তার সমাপ্তি ঘটলো।